ছাতিম ফুলের মোহনীয় শোভা

ছাতিম ফুলের মোহনীয় শোভা

মিষ্টি ঘ্রাণে প্রকৃতি মাতিয়ে নড়াইলে ফুটেছে ছাতিম ফুল। এ ফুলে ছেয়ে গেছে ছাতিম বৃক্ষ। শরতের দূতখ্যাত শুভ্র সে ফুলের অপার সৌন্দর্য শারদীয় প্রকৃতির স্নিগ্ধতায় নতুন মাত্রা যোগ করেছে। অনন্তকাল ধরে শরৎ-হেমন্তকে ঘিরে ছাতিম ফুলের সৌরভ প্রকৃতি প্রেমীদের অনাবিল আনন্দ বিলিয়ে চলেছে।

০৬ সেপ্টেম্বর ২০২৫